আমার বাবা নিখোঁজ : আনিস আবেদী
আমার বাবা নিখোঁজ
"নিখোঁজ বলতে!"—অবাক হয়ে তাকায় এসআই বাদল।
"আমার বাবাকে কেউ অপহরণ করেছে। বন্দি করে রেখেছে!"—কাঁপা গলায় বলে ওঠে সাজু, তার কণ্ঠে ভেজা আতঙ্ক।
"কিন্তু আপনার বাবা তো বারো বছর আগে মারা গেছেন!"
তাহলে? সাজুর মৃত বাবাকে কীভাবে অপহরণ করা হলো? কে বা কারা মুক্তিপণ দাবি করছে? তার বাবা কি সত্যিই মারা গেছেন?
একজন পরিচিত মুখ, যার মৃত্যু সারা দেশ জানে—তবুও কেন সাজু থানায় গিয়েছে তার বাবাকে মুক্তি দেওয়ার আবেদন নিয়ে?
এই রহস্য উন্মোচনের জন্য পড়তে হবে "আমার বাবা নিখোঁজ"।
❇️বইটি অর্ডার করুন "বই চত্বর" পেজ থেকে অথবা কল করুন।
ফোন নম্বর : ০১৯০৩-৪৮৭৬৬০